CenturyLink Communication

Latest Post








প্রিয় গ্রাহকবিন্দ, জরুরী ভিত্তিতে মেইনটেনেন্স এর জন্য আমাদের VAS সার্ভিসেস যেমনঃ BDIX, Ctghall, Ctgstream ইত্যাদি সর্বোচ্চ এক ঘন্টা ডাউন থাকবে, সাময়িক এই সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।




মহামারি আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে থাকা নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুসরণ করে সাধারণ মানুষকে জনসমাগম ও গণপরিবহন প্রত্যাহার এবং ও ঘর থেকে বের না হওয়ার ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছে সরকার। বাংলাদেশ সহ বিশ্বে ভিন্ন দেশ ইতোমধ্যে লকডাউন হয়ে যাওয়ায় ২৪ ঘণ্টাই গৃহবন্দী হয়ে থাকতে বাধ্য হচ্ছে সাধারণ জনগণ। যেকারণে সকলেই ইন্টারনেটের উপর ভরসা করে বাড়ি থেকেই গুরুত্বপূর্ণ কাজ সারছেন।
এছাড়া কোয়ারেন্টাইনে থাকা অধিকাংশ মানুষ অবসর সময় কাটাতে সোশ্যাল মিডিয়া ও ইউটিউব-নেটফ্লিক্স এর মতো ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মগুলোর উপর ঝাঁপিয়ে পড়ছেন। সম্প্রতি জনপ্রিয় ইন্টারনেট এনালাইজ সংস্থা ‘ওকলা’ জানিয়েছে, করোনাভাইরাস প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী বাড়ছে ইন্টারনেট ট্রাফিক, এবং খরচ হচ্ছে অতিরিক্ত ব্যান্ডউইথ।

ওকলার রিপোর্ট অনুযায়ী, গত কয়েক সপ্তাহ যাবৎ ভিডিও ডাউনলোড, ওয়েব সারভিং ও ইমেইল, ডকুমেন্ট আদান-প্রদান চাহিদা বাড়তে থাকায় বিশ্বজুড়ে ৪.৯ শতাংশ পর্যন্ত কমেছে ইন্টারনেট স্পীড। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে করোনা প্রাদুর্ভাবে ইন্টারনেট গতি পূর্বের তুলনায় অর্ধেকে নামে এসেছে। ওকলা জানিয়েছ, আরও কয়েক সপ্তাহ এমনই চলতে থাকলে বিশ্বজুড়েই কিছুটা সংকট দেখা দিতে পারে ইন্টারনেট ব্যবহারের। যদিও এতে ইন্টারনেট পুরোপুরি বন্ধ হয়ে যাবে না, তবে গ্লোবালি ইউজারদের ইন্টারনেট ব্যবহারের কিছুটা বিগ্ন ঘটতে পারে।
অতিরিক্ত ব্যান্ডউইথের চাপ সামলানোর সার্ভার ক্যাপেবলিটি নিয়ে শঙ্কা থাকায় বিশ্বজুড়ে ইউটিউবের পাশাপাশি মুভি/টিভি সিরিজ স্ট্রিমিং নেটফ্লিক্স, অ্যামাজন, ডিজনি, হুলু, প্রাইম ভিডিও ও অ্যাপল প্লাস সহ ফেসবুক ও ইনস্টাগ্রামও তাদের প্লাটফর্মের ভিডিও কোয়ালিটি কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
সুতরাং অপেক্ষা করূন।
পরিস্থিতি স্বাভাবিক হলে ইন-শা-আল্লাহ ইন্টারনেট ব্যবহারে সমস্যাগুলো অটোমেটিক সমাধান হয়ে যাবে।



প্রিয় গ্রাহক,
আমরা আন্তরিকভাবে দুঃখিত, নিম্নলিখিত যুক্তিযুক্ত কথাগুলো আপনাদেরই উদ্দেশ্যে প্রকাশ করছি।
প্রিয় গ্রাহক আপনাদের উদ্দেশ্যেই বলছি:-
'"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
মোবাইল কোম্পানি গুলো আপনাদের কি সেবা প্রদান করে?
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
১। আপনার প্রয়োজনে এক বা একাধিক সিম ক্রয় করতে আপনি নিজেই দোকান বা কাস্টমার কেয়ারে যান।
২। সিম এ কোনো সমস্যা হইলে,কাস্টমার কেয়ারে গিয়ে আপনি নিজেই সাভিস চার্জ দিয়ে সমস্যা সমাধান করে আনেন।
৩। সিম এ আপনার প্রয়োজনে সকল টাকাই আপনি নিজেই, লোড এর দোকানে গিয়ে অথবা নিজ বিকাশ থেকে রিচার্জ করেন।
আইএসপি কোম্পানি গুলো আপনাদের কি কি সেবাসমূহ দিয়ে থাকে:-
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
আপনার প্রয়োজনে:-
১। একটি কল করলেই আপনার বাসায় ইন্টারনেটের সংযোগ পেয়ে যান।
২। সারা মাস লাইনের কোন সমস্যা হইলে একটি কল করলেই সাপোর্ট এর লোক অফিস এবং আপনার বাসায় গিয়ে সমস্যা সমাধান করে দিয়ে আসে কোনো সাভিস চার্জ ছাড়া।
৩। আপনার ইন্টারনেট এর সংযোগ ক্যাবল নষ্ট বা কাটা পরলে বিনা পয়সায় নতুন ক্যাবল দেয় আইএসপি ভাইরা।
৪। অনেক সময় বিন পয়সায় আপনার বাসার পিসি এবং লেপটপ সার্ভিস করে দেয় আইএসপির ভাইরা।
৫। সারা মাস সার্ভিস দিয়ে ৫০০ বা ১০০০ টাকা বিল আনতে একাধিক বার বাসায় যেতে হয়, আমাদের বিল কালেক্টরদের।
৬। এই লকডাউন এর সময় সাপোর্টের ছেলেরা পুলিশের গালমন্দ, শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করে আপনাদের নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিচ্ছে।
৭। লকডাউন এর মধ্যে, জীবনের ঝুঁকি নিয়ে ইন্টারনেট সার্ভিস নিরবিচ্ছিন্ন রাখতে, আমাদের আরও অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে, একই সাথে খরচও অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা গ্রাহকদের বিল ও সেবার মান অপরিবর্তিত রাখতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি ।
মাস শেষে আমরা যা পাই:-
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
প্রিয় গ্রাহক, আপনি মোবাইল কোম্পানিকে কোনো দিনই যা বলতে পারেন না,মাস শেষে বিল এর সময় হইলে, বিল নিতে গেলে, ফোন করলে আইএসপি ভাইদেরকে, আপনারা যা যা বলেন:-
*স্পীড পাই না।
*আজ শরীর ভালো না
*মন ভাল না।
*বেতন পাই নাই।
*দেশের সব কিছুই করোনার কারণে লকডাউন।
*সরকার সব ফ্রী করে দিছে।
*আপনাদের মানবিকতা নাই।
*বিকাশে টাকা নাই।
*বিকাশের দোকান বন্ধ।
*এই মাসে টাকা নাই,ফ্রি দেন।
*আগামী মাসে দুই মাসের বিল এক সাথে দিব।
*আজ টাকা নাই, কালকে আসো।
*এই সামান্য টাকার জন্য বন্ধ কইরা দিলেন?
*আপনাদের কোনো মাসের টাকা মেরে খাইছি?
*টাকা না দিয়ে বাংলাদেশ ছেড়ে যাব না।
মোবাইল রিচার্জ ও এমবি ক্রয় করেন নগদ টাকায়।আর এত এত ফেসিলিটির পরেও বলবেন ইন্টারনেট ব্যবসায়ীরা ভালো না।ব্রডব্যান্ড ইন্টারনেটও জরুরি সেবা, তাই আমরাও এখন বলি "No Bill, No Internet"
পরিশেষে একটাই অনুরোধ,সঠিক সময়ে বিল পরিশোধ করূন।মনে রাখবেন একটি আইএসপিতে কয়েকজন থেকে শুরূ করে কয়েকশত লোক চাকরী করে,প্রতিষ্ঠান যদি ক্ষতির সম্মুখীন হয় তবে এসব মানুষেরা চাকরী হারাবে।প্রতিটি কোম্পানীর মালিকেরা লক্ষ-কোটি টাকা ইনভেস্ট করে।তারাও বড় ধরণের ক্ষতির মুখে পড়বে।
ধন্যবাদ।



সমগ্র 38নং ওয়ার্ড জুড়ে "CenturyLink Communication" নিয়ে এলো দারুণ সব অফার !! সাশ্রয়ী দামে ব্যবহার করুন দ্রুতগতির ইন্টারনেট সুবিধা !!
📣১৫ এমবিপিএস মাত্র ৮০০ টাকায়
📣২৫ এমবিপিএস মাত্র ১০০০ টাকায়
📣30 এমবিপিএস মাত্র ১২০০ টাকায়📣সাথে থাকছে আকর্ষণীয় ৮০০ এমবিপিএস এর সম্পুর্ন ফ্রি কনটেন্ট প্যাক (ইউটিউব, ফেসবুক, নিজস্ব সার্ভারের এন্টারটেইনমেন্ট ও লাইভ টিভি) ব্যবহারের সুবিধা।

উপভোগ করুন নিরবিচ্ছিন্ন ও আনলিমিটেড ইন্টারনেট সার্ভিস।

কানেকশনের জন্য যোগাযোগ করুনঃ
📞 01400938001 / 01400938003
অথবা
কানেকশনের জন্য ভিজিট করুনঃ https://facebook.com/Centurylink5yahoo


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget